নেছারাবাদে ০৬টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি,চোর ধরতে অভিযান অব্যাহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৫, ৪:২৩ অপরাহ্ন /
নেছারাবাদে ০৬টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি,চোর ধরতে অভিযান অব্যাহত

মো: নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জগন্নাথ কাঠি বন্দর বাজারের ০৬টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) গভীর রাতের কোন এক সময় এ চুরি সংঘটিত হয় বলে জানা যায়।

জগন্নাথকাঠি বাজারের মো: রফিকুল ইসলামের চশমার দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা, গোপাল দত্তের মাতৃ গার্মেন্টসের দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে নগদ ০২ হাজার টাকা, আব্দুর রাজ্জাকের স্বপ্নীল বস্ত্রালয়ে নামের ০২টি দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৫হাজার টাকা, মাহবুব হাওলাদারের নুসরাত বস্ত্রালয়ের ক্যাশ বাক্স ভেঙে ০২ হাজার টাকা, আসাদুজ্জামানের রহমান ট্রেডার্সের ক্যাশ বাক্স ভেঙে নগদ ৫ হাজার টাকা, নেছারাবাদ টিম্বার এন্ড হার্ডওয়ারের তালা ভেঙ্গে নগদ ০৫ হাজার টাকা চুরি হয়েছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুরি হওয়া ০৬টি দোকানের মধ্যে ০৫টি দোকানের চালের টিন খুলে সিলিং ভেঙ্গে এবং অপরটি দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্য ভেঙে নগদ টাকা নিয়ে যায়,কিন্তু দোকানের কোন মালামাল চুরি বা নষ্ট করার কোন খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শনিবার গভীর রাতে উক্ত চুরির ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে বাজারের সিসি ক্যামেরা ও তদন্ত চলমান রয়েছে। অতি শীঘ্রই আমরা অপরাধীদের সনাক্ত করে ধরতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেন।