মোঃশাখাওয়াত হোসেন সোহাগ
ঝালকাঠি নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার পৌর এলাকার বাইপাস সড়ক থেকে তাদের আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
আটককৃতরা হলেন- নলছিটির নান্দিকাঠি এলাকার রায়হানুল ইসলাম ওরফে সোহাগ (৪৪) ও মালিপুর এলাকার মো:রনি (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি পৌর এলাকার বাইপাস সড়কে মাদক ব্যবসায়ীরা মাদক বেচাকেনা করছে- এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের প্যান্টের পকেট তল্লাশি করে মোট ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নলছিটি থানার ওসি আব্দুস ছালাম বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :