কাউখালীতে বাল্যবিবাহের অপরাধে বরকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৫, ২:১৯ অপরাহ্ন /
কাউখালীতে বাল্যবিবাহের অপরাধে বরকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

মো: নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে অপ্রাপ্ত বয়স্ক বর কনের বিয়ে হওয়ায় বাল্যবিবাহের অপরাধে বরকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ৪ নং চিড়াপাড়া সাতুরিয়া ইউনিয়নের ১ নং সাতুরিয়া গ্রামের আইয়ুব আলী খানের বাড়িতে বসে উক্ত বিয়ের কার্যক্রম চলাকালীন সময়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ শাস্তি প্রদান করা হয়।

জানা যায়, বর রাহাত খান (১৮) পিতা :আলামিন খান, কাউখালী উপজেলার বাসিন্দা। কনে নাসরিন আক্তার (১৩) পিতা :নুর ইসলাম, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বহরবুনিয়া এলাকার বাসিন্দা। বর রাহাত খান তার পিতার সাথে কনের এলাকায় ট্রলারের ব্যবসা করেন।

সেই সুবাদে ওই এলাকায় ছেলে মেয়ের সাথে পরিচয় হয়। ০২/ ০৩ দিন পূর্বে কাউখালীর সুবিদখালীতে ছেলের চাচা হান্নান খানের বাড়িতে মেয়েকে নিয়ে ছেলে পালিয়ে আসে।পরবর্তীতে মেয়ের বাবা মা জানতে পারে এবং বাধ্য হয়ে তারা শুক্রবার গ্রাম্য সরায় আনন্দ উল্লাস করে বিয়ের প্রস্তুতি গ্রহণ করে। এলাকাবাসী অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের বিয়ে টের পেয়ে উপজেলা প্রশাসনকে খবর দেন।

এ সময় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল মোল্লা বাল্য বিবাহ বিরোধ আইন ২০১৭ এর ৭ (১) ধারায় বাল্যবিবাহের অপরাধে বর রাহাত খানকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং কনে নাসরিন আক্তার (১৩) কে তার বাবা মায়ের হাতে হস্তান্তর করেন।