সরিষাবাটি (জামালপুর) প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় আজ শনিবার সকাল সাড়ে দশটায় সরিষাবাড়ী আর ইউ টি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন ছাত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল কবির তালুকদার। এসময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, ব্যবসায়ী আব্দুল মালেক প্রমুখ ।
উদ্বোধনী খেলায় আরামনগর সিয়াম ক্রিকেট একাদশ -(১৩৬/৬) চার উইকেটে ভাটারা ক্রিকেট একাদশকে-(১৩৫/১০) হারিয়েছে। ম্যান অফ দা ম্যাচ হয়েছেন ফয়সাল। এ ক্রিকেট টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করবে।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন বলেন, বিএনপির সাবেক মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মৃতি ধরে রাখার জন্য এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :