ধামরাইয়ে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার আ.লীগ নেতা মোঃ আমজাদ মোল্লা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন /
ধামরাইয়ে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার আ.লীগ নেতা মোঃ আমজাদ মোল্লা

সাফায়েত খান, ধামরাই, ঢাকা : সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আফিকুল ইসলাম সাদকে হত্যার ঘটনায় ধামরাই উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে মানিকগঞ্জ জেলা শহরে যৌথ অভিযান চালিয়ে এ গ্রেফতার করা হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গাঙ্গুটিয়া ইউনিয়নের ললিতনগর এলাকার বাসিন্দা আমজাদ মোল্লার বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় সাদকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ধামরাই পৌরসভার হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। বিক্ষোভের সময় কায়েত পাড়া এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে সাদ মাথায় গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পর তার সহকর্মীরা তাকে দ্রুত সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসা গ্রহণ করা সত্ত্বেও, সাদ ৮ আগস্ট সকাল ৭.৩০ দিকে মারা যান। মামলাটি দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে, এবং আগামীকাল সকালে মোঃআমজাদ মোল্লা কে আদালতে পাঠানো হবে।