আজকালের কন্ঠ ডেস্ক : দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ও দেশি কাঁচামরিচের দাম। কেজি প্রতি ৫ টাকা কমে ভারতীয় পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে কেজি প্রতি ৫০ টাকা কমে দেশি কাঁচামরিচ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সরবরাহ বেশি হওয়ার কারণে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে আলুর দাম বেশি হওয়াতে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা।
আজ রোববার (২৪ নভেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারের দোকানী রায়হান কবির বলেন, ভারতে নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করাতে হিলি স্থলবন্দর দিয়ে সেই সব পেঁয়াজ আমদানি হচ্ছে।
এতে করে মোকামে কমতে শুরু করেছে দাম। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আলুর দাম কমেনি। ভারতীয় আলু ৫৫ থেকে ৬০ এবং দেশি আলু ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
আপনার মতামত লিখুন :