নিজস্ব প্রতিনিধি : শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব বলেন, আমরা ভারতের কাছে অনুরোধ করেছি এমন একজন খুনিকে আপনারা জায়গা দিবেননা যিনি মানুষ খুন করেছে, গণতন্ত্র হত্যা করেছে। কিন্তু তারা আমাদের কথা একটি বারও ভাবেননি। বারবার ভারতের কাছে অনুরোধ করছি আপনারা খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন। আজকে বাংলাদেশের সমগ্র মানুষের ত্যাগতিক্ষার বিনিময়ে আমরা হাসিনা মুক্ত ফ্যাসিবাদ মুক্ত হতেপেরেছি। এখন স্বাধীনতা রক্ষার করার দায়িত্ব আমাদের।
মির্জ ফখরুল বলেন, আমাদের শিল্প কারখানা গুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে সেখানে আমরা কোন প্রোডেকশন পাচ্ছি না। আমি অনুরোধ করবো বর্তমান সরকারকে যেসব শিল্প কারখানা আমাদের অর্থনীতিতে সবচেয়ে অবদান রাখে তাদের রক্ষা করুন। আসুন আমরা শপথ নেই আমরা আমাদের কলকারখানা গুলো রক্ষা করি।
বিএনপি মহাসচিব আরো বলেন, আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবে। কিন্ত বিগত বছর গুলোতে আওয়ামিলীগ সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছে। তিনি বলেন আমরা ভোটের মাধ্যমে নিবর্বাচন করে সরকার গঠন করতে চাই।
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো.নজরুল ইসলাম খান ডা: জেড. এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপার্সন এর বিশেষ সহকসরী এড. সামসুর রহমান শিমুল বিশ্বাস,সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন,বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন।
আরো উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান শাহ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুর করিম রনি, গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক মো মিনার উদ্দিন,মহানর শ্রমিক দলের আহয়বায়ক ফয়সাল আহম্মেদ সরকার, কোনাবাড়ী থানা বি এন পির সভাপতি মো. ইদ্রিস আলি সরকার,সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন প্রমুখ। এছাড়াও কোনাবাড়ি থানা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কালিয়াকৈর থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গাজীপুর জেলার সকল থানার নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :