চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার নামে যুবদল নেতার মামলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৪, ৫:৪৩ অপরাহ্ন /
চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার নামে যুবদল নেতার মামলা

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদসহ ১৪ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা করা হয়েছে। উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।

পর রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন হোসেনের বাড়িঘর ভাঙচুর করে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও তাকে মারধর করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদসহ অনুসারীরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

এ বিষয়ে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।