কেন্দুয়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন /
কেন্দুয়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ- আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির সাধারণ কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালী।

মঙ্গলবার নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিথোলিয়া খেলার মাঠে বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নেত্রকোণা জেলা বিএনপির সদস্যসচিব হিলালী বলেন, “আমরা ভবিষ্যতের বাংলাদেশ ভালোবাসা দিয়ে গড়তে চাই। আওয়ামী লীগের সাধারণ কর্মীদের বলছি, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই।

“আমরা শুধু তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব, যারা আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন, হামলা, মামলা ও নিপীড়ন করেছেন।”

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা কারও সঙ্গে সহিংসতায় জড়াতে চাই না। আমাদের লক্ষ্য ভালোবাসার মাধ্যমে আগামীর পথচলা নিশ্চিত করা।”

ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আলম জরিপ।

সমাবেশে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া এবং কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খান মিলকী বক্তব্য দেন।