বরিশাল কোতয়ালি মডেল থানার নবনিযুক্ত নতুন (ওসি) মিজানুর রহমানের যোগদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৪, ২:১৭ অপরাহ্ন /
বরিশাল কোতয়ালি মডেল থানার নবনিযুক্ত নতুন (ওসি) মিজানুর রহমানের যোগদান

জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি : বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার নবনিযুক্ত নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন চৌকস পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান।

গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২ টায় নবাগত ওসি মিজানুর রহমান দায়িত্ব বুঝে নেন।এর আগে তিনি পটুয়াখালীর কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি বাউফল থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সকলের সহযোগিতায় কোতয়ালী মডেল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি জানান।