উলিপুর জাগরণী সংসদ উজাস এর নবাগত কমিটিও আনুষ্ঠানিক ভাবে প্রকাশ – শফত বাক্য পাঠ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন /
উলিপুর জাগরণী সংসদ উজাস এর নবাগত কমিটিও আনুষ্ঠানিক ভাবে প্রকাশ – শফত বাক্য পাঠ

আবু রায়হান আলী উলিপুর, কুড়িগ্রাম : “উলিপুর জাগরণী সংসদ (উজাস) আসন্ন কার্যনির্বাহী পরিষদ এর ৫১ বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি প্রকাশ কমিটির সকলকে ফুল দিয়ে সংবর্ধনা সহ পাঠাগার স্থাপন,আন্তঃ তেঁতুলতলা ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট (সিজন-০৩)” এর ট্রফি উন্মোচন বিষয়ক অনুষ্ঠান , তারিখ: ১৭/০৯/২০২৪ইং(মঙ্গলবার)সময়: বিকেল ৩.০০ টা।স্থান: উলিপুর জাগরণী সংসদ কার্যালয়, তেঁতুলতলা বাজার, উলিপুর, কুড়িগ্রাম ।

প্রধান অতিথি:কবি ও গণবুদ্ধিজীবী নাহিদ হাসান নলেজ ট্রাস্টি, শিল্পী কল্যাণ ট্রাস্ট, সংস্কৃতি মন্ত্রণালয় ও সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উনয়ন গণকমিটি।

বিশেষ অতিথি রফিকুল ইসলাম আনছারী,প্রতিষ্ঠাতা, আনছারী ইনস্টিটিউট ও উপদেষ্টা, উজাস।

মুকুল হাসান মামুন,টি.এস.ও. আবুল খায়ের গ্রুপ ও উপদেষ্টা, উজাস।সাজেদুল ইসলাম (এম.বি.ডি), ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, লালমনিরহাট ও উপদেষ্টা উজাস।
অফিসার মোঃ মোজাম্মেল হক মানিক,বিশিষ্ট ব্যবসায়ী, উলিপুর। এ,এস,এম সাজ্জাদুল ইসলাম প্রতিষ্ঠাতা, শিল্পী আব্বাস উদ্দিন পাঠাগার।সভাপতিত্ব করেন, ড. আব্দুল হাকিম ফারায়েজি সহঃ অধ্যাপক, চিলমারী সরকারি কলেজ, চিলমারী ও উপদেষ্টা, উজাস।উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরো উপস্থিত থাকবেন, সামাজিক গুণী ব্যাক্তিবর্গ।

উলিপুরে জাগরণী সংসদ(উজাস) কার্যনির্বাহী কমিটি পরিষদ ঘোষণা সংবর্ধানা ও শপথ গ্রহণ। নতুন এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ রাকিবুল ইসলাম (রাতুল) ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ নাছিম ইকবাল
মঙ্গলবার ( ১৭-সেপ্টেম্বর) বিকাল ৩টায় উজাস কার্যালয় তেঁতুলতলা,উলিপুর
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোআলী আকরাম শুভ সহ-সাধারণ সম্পাদক আবু রায়হান আলী, সাদিদ রহমান, ইশরাত জাহান, মুহাম্মদ সাগর ইসলাম
সহকারী কোশাধ্যক্ষ তৌহিদুল ইসলাম নাইম, সাংগঠনিক সম্পাদক মোঃ বায়জিদ ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান,ফেরদৌ-সুল-ইসলাম তথ্য ও যোগাযোগ সম্পাদক: মোছাঃ খাদিজা সরকার সহ-তথ্য ও যোগাযোগ স. : খালেদ মাহমুদ সুমন অর্থ সম্পাদক : তানভীর সিয়াম,সহ-অর্থ সম্পাদক : নুসরাত জাহান,কোষাধ্যক্ষ : বায়জিদ বোস্তামী,দপ্তর সম্পাদক : মোঃ জোবায়ের ইসলাম,সমাজ কল্যাণ সম্পাদক : আকাশ মনি,শিক্ষা বিষয়ক সম্পাদক : লিমন ইসলাম মিন্টু,আইন বিষয়ক সম্পাদক : মোঃ রাকিব,ধর্ম বিষয়ক সম্পাদক : আবু-তালহা ক্রীড়া বিষয়ক সম্পাদক : মোঃ রবিউল ইসলাম নারী ও শিশু বিষয়ক স. : মোছাঃ ফাতেমা বেগম,পরিবেশ বিষয়ক সম্পাদক: ও এফ এস ফারুক ,স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক : শোহেল,কার্যনির্বাহী সদস্য : আরাফাত ইসলাম আতিক, মোছাঃ রিমা খাতুন, মুরাদ হোসাইন, সিফাত বিন সাদিয়া, খালিদ হাসান খোকন,মোঃ রাফি ইসলাম, এম. এম. মুঈন ফারায়েজি, মিম ইসলাম, উত্তম চন্দ্র বর্মন, হাবিব হাসান হাফিজুর, লিটন রবি, মিশরাত জাহান, মোঃ শাহ্ আলম মিয়া, নাজিয়া আক্তার, নাঈম ইসলাম নয়ন, আহাদ আলী,আলমিনা আক্তার আলো,রোহিত হাসান,জাকির মিয়া,মোছাঃ আঁখি মনি,রাকিবুল ইসলাম বায়জিদ, মোঃ মনিরুল ইসলাম মনির মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালে স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু করে উলিপুর স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণী সংসদ(উজাস)। বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় বিনামূল্যে রক্তদান সরবরাহ, শীতবস্ত্র, ইদবস্ত্র বিতরণ, শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনাসহ সমাজের সুবিধাবঞ্চিতদের জন্য নানারকমের স্বেচ্ছাসেবী কার্যক্রম করে থাকে সংগঠনটি