ঢাকা-১৩ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দোয়া চাইলেনঃ আবদুস সালাম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৪, ৭:০৫ অপরাহ্ন /
ঢাকা-১৩ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দোয়া চাইলেনঃ আবদুস সালাম

মোঃ ইব্রাহিম হোসেনঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মসজিদের মুসল্লিদের নিকট দোয়া চাইলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৪ রোজ শুক্রবার রাজধানী মোহাম্মদপুর টাউনহল শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের নিকট দোয়া চান তিনি।

বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। সেই নির্বাচন হয় নাই। সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল।

তিনি আরো, আজকে পবিত্র জুমার দিনে আপনাদের নিকট শুকরিয়া আদায় করার জন্য এসেছি। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে মুক্তি লাভ করেছেন। এর আগেও আপনাদের নিকট এসেছিলাম আপনারা দোয়া করেছেন। বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য প্লেনে করে দেশের বাইরে নেওয়ার অবস্থা নেই। তার শরীর খুবই খারাপ। আপনারা তার জন্য দোয়া করবেন। আপনারা আমাদের দেশের জন্য দোয়া করেছেন।

বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন। আমরা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধনী করেছিলাম, সেই স্বপ্ন যেন বাস্তবায়িত হয় সে জন্য দোয়া করবেন। আবার যাতে নতুন করে কোন ফ্যাসিবাদী সৃষ্টি না হয় সে জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বিশ্ব শান্তি ও নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া করবেন।

এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা, ওয়ার্ড ও ইউনিট বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।