শুধু আওয়ামী লীগ নয়, সব দলের মানুষই শান্তিতে বসবাস করবে : মোশাররফ হোসেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন /
শুধু আওয়ামী লীগ নয়, সব দলের মানুষই শান্তিতে বসবাস করবে : মোশাররফ হোসেন

মো: দোলন ঢালী,স্টাফ রিপোর্টার: শুধু আওয়ামীলীগ নয়, সব দলের মানুষই শান্তিতে বসবাস করবে। সবার আগে ভাবতে হবে আমরা মানুষ এবং একই এলাকার সন্তান। বিএনপি কাউকে বাড়ি ছাড়া করেনি। দীর্ঘ বছর জুলুম নির্যাতন করে ছাত্র জনতার এ বিজয়ের পর নিজ উদ্যোগেই আপনারা পালিয়েছেন। আপনারা ফিরে আসুন। বিএনপির একজন নেতা কর্মীও যদি কোথাও বিশৃঙ্খলা করে তাকে দলীয় সিন্ধান্ত মতে বহিষ্কার করা হবে।

গত বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কলাপাড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় কালে এসব কথা বলেন, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

কলাপাড়া প্রেসক্লাব মিলানায়তনে আয়োজিত এ সভায় প্রেসক্লাব আহবায়ক হুমায়ূন কবিরের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্ন, সাংগঠনিক সম্পাদক এ্যাড.খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।

এ সময় উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।