নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শোকের মাসের কর্মসূচির অংশ হিসেবে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৩ আগস্ট) উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থেকে র্যালিটি বের হয় প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রেজুয়ান মাসুদ এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল,
উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনি রানী কর্মকার, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কফিল উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মুজিবুর, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান বুলবুল, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম বুল বুল।
ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা, জারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, আগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নুরুল আমিন খান পাঠান শওকত, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ হাসানুজ্জামান রাফি, সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাশিদ শেখ, উপজেলা কৃষক লীগের সাধারণ সভাপতি আইয়ুব আলী ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান জুয়েল, যুবলীগ নেতা শহিদুল ইসলাম আঙ্গুর, মুকুল কায়সার আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানোয়ার হোসেন খোকন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি
রেজাউল করিম লেলিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান তারেক, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি হৃদয় খানম নাইম, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণত সম্পাদক ইফরাক আহমেদ তাইফসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :