গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের বর্ণি বাওড়ের পাচুরিয়া এলাকায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বৈরাগী খাল অংশে আরএমটিপি প্রকল্পের আওতায় পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইফাদ এবং ড্যানিডা এর অর্থায়নে, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি সহযোগিতায়, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএম টিপি)প্রকল্পের `নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ, শীর্ষক ভ্যালু চেইন উপ প্রকল্প এর আওতায় অদ্য ৩১-৭-২০২৪ইং তারিখ রোজ বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে গোপালগঞ্জ সদরের পাচুরিয়া এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবকালীন স্মৃতি বিজড়িত খালে ১৫০০ পিস দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এর মধ্যে ১০০০ পিস শিং মোট ২৫ কেজি,৫০০ পিস কৈ মোট ১০ কেজি।একই দিন প্রকল্পের আওতায় বিশাল এক র্যালির আয়োজন করা হয়। এবারের মৎস্য সপ্তাহের স্লোগান ছিল `ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ। জেলা মৎস্য কর্মকর্তা জনাব বিজন কুমার নন্দী বলেন, অবৈধভাবে মাছ শিকারের কারণে দেশীয় প্রজাতির মাছ হুমকির মুখে পড়েছে।অবৈধ উপায়ে মাছ শিকার বন্ধ করতে হবে।
এজন্য অভিযান চালানোর পাশাপাশি আইনের প্রয়োগ করতে হবে। প্রকল্পের ভিসি এফ জনাব কৃষিবিদ মো: লেমন মিয়া বলেন আমরা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় ৯১৩৮জন মৎস্য চাষী ও মৎস্য খাতের সাথে জড়িত অন্যান্য সংশ্লিষ্টদের উন্নয়নে বিভিন্ন মৎস্য সেবা ও পরামর্শ প্রদান করেছি।এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রশিক্ষণ, প্রদর্শনী, অনুদান,মার্কেটিং ও অন্যান্য লিংকেজ উন্নয়নসহ জীবনমান উন্নয়নের কাজ।
তিনি আরো বলেন,প্রকল্পের আওতায় অত্র অঞ্চলে জি-৩ রুই মাছের চাষ,হালদা নদীর পোনা নার্সিং ও আধা নিবিড় পদ্ধতিতে মাছ ও চিংড়ির চাষ বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে আমরা ক্ষুদ্র উদ্যোগে দুইজন উদ্যোক্তার মাধ্যমে নিরাপদ মৎস্য পণ্য রেডি টু কুক উৎপাদন ও বাজারজাতকরণের কাজ শুরু হয়েছে ভবিষ্যতে অব্যাহত থাকবে।
উক্ত মাছের পোনা অবমুক্তকরুন ও র্্যালি অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব কাজী মাহবুবুল আলম এর পক্ষে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার জনাব আজহারুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা জনাব বিজন কুমার নন্দী,প্রকল্পের ভিসি এফ কৃষিবিদ মো: লেমন মিয়া এবং গোপালগঞ্জ পদক্ষেপ অফিসের ব্রাঞ্চ ম্যানেজার জনাব মো: নাসির উদ্দিন সহ প্রকল্পে কর্মরত কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত লিখুন :