টেকনাফে সমুদ্র সৈকত থেকে পাচার হচ্ছে ঝিনুক নষ্ট হচ্ছে সৈকতের সৌন্দর্য


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৪, ১:৩৪ অপরাহ্ন /
টেকনাফে সমুদ্র সৈকত থেকে পাচার হচ্ছে ঝিনুক নষ্ট হচ্ছে সৈকতের সৌন্দর্য

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে, বাহার ছড়া ইউপির মাথা ভাঙ্গা এলাকায় প্রতিনিয়ত অভিনব কায়দায় পাচার হচ্ছে পরিবেশ এবং সমুদ্র সৈকতের সৌন্দর্য ফুটিয়ে তোলা ঝিনুক।

গতকাল (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে দেখা যায় সমুদ্র সৈকত থেকে ঝিনুক উত্তোলন করছেন একই পরিবারের চারজন সদস্য, পরবর্তীতে তারা তা বস্তা বন্দি করে রাখছেন সমুদ্র পাড়ে।

এদিকে স্থানীয়রা জানান, বিভিন্ন সময় তাদের ঝিনুক উত্তোলন করতে দেখা যায়, এবং একটি সিন্ডিকেট তা পরিচালনা করেন। তারা সমুদ্র সৈকত থেকে ঝিনুক গুলো পাচার করেছেন দেশের বিভিন্ন প্রান্তরে, তারা আরো বলেন, এই ঝিনুক গুলো সমুদ্র সৈকতের সৌন্দর্য ফুটিয়ে তোলে, এবং ঝিনুক গুলো পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পরিবেশ অধিদপ্তরের প্রতি অনুরোধ রাখব, তারা যেন এ অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেন ।

এ বিষয়ে সমুদ্র সৈকত থেকে ঝিনুক উত্তোলনকারী জাফর আলম থেকে জানতে চাইলে তিনি দৈনিক ইনানি কে জানান, আমাদেরকে প্রশাসন বাঁধা দেয়, আমরা আমাদের জীবিকার তাগিদে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে, ঝিনুক গুলো উত্তোলন করে বিক্রি করি। প্রতি বস্তার পেছনে পঞ্চাশ টাকা করে পায় তা দিয়ে আমাদের পরিবার চলে।

একই এলাকার স্থানীয় বাসিন্দা মো. আলী জানান, এগুলো অহরহ বেচাকেনা হয়, এই ঝিনুক গুলো মূলত মাছের খাদ্য, মুরগির খাদ্যে, এবং পানির ফিল্টারিং কাজে ও ব্যবহার করা যায়।

তিনি আরো বলেন, তারা অভাবী লোক তারা জীবিকার তাগিদে সমুদ্র সৈকত থেকে ঝিনুক উত্তোলন করে, বিক্রি করছেন দেশের বিভিন্ন প্রান্তরে এসব বিক্রি করে তাদের সংসার চলান।

এদিকে, এ বিষয়টি নিয়ে জানতে চাইলে টেকনাফ পরিবেশ অধিদপ্তরের কোন কর্মকর্তা না থাকায়, কক্সবাজার জেলার পরিবেশ অধিদপ্তর (পরিচালক) “মুহাম্মদ সোলায়মান হায়দার” এর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলে, মোবাইল রিসিভ না করায়, বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাহার ছড়া তদন্ত ফাঁড়ির ইনচার্জ ছমি উদ্দিন বলেন: আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব। ইতিমধ্যে আমাদের টহল টিম ওই এলাকায় রয়েছে, আমরা দ্রুত সময়ের মধ্যে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব।

টেকনাফে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আদনান চৌধুরি থেকে জানতে চাইলে তিনি জানান, ইতিপূর্বে ও বাহার ছড়া ইউপির সমুদ্র সৈকত থেকে অবৈধভাবে ঝিনুক ও শামুক উত্তোলন করায় এক বৃদ্ধাকে কারাগারে পাঠানো হয়েছিল, কিন্তু তারা নতুন করে অবৈধভাবে সমুদ্র সৈকত থেকে ঝিনুক ও শামুক উত্তোলন করছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে এবং তাদের নাম ঠিকানা দিয়ে সহযোগিতা করুন।