বিশেষ প্রতিনিধিঃজাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষকী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত নৈপুণ্যতার সহিত পালন করা হয়েছে।
গত ১৫ (সেপ্টেম্বর)শুক্রবার সকাল ১০টা থেকে একটানা বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর পল্টন টাওয়ার কমপ্লেক্সে “দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার” ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক মোঃসুহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল খান নিখিল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তানিয়া খন্দকার।
এ-সময় বিভিন্ন পত্র-পত্রিকা-টেলিভিশন ও অনলাইন পত্রিকায় কর্মরত গণমাধ্যমকর্মী, সুধীজন ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে অতিথিরা সাংবাদ মাধ্যমের বিভিন্ন দিক পর্যালোচনা করে বলেন,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন,নিরপেক্ষতা অবলম্বন করাটা একজন সাংবাদিকের আসল স্তম্ভ। সততা এবং সাহসীকতাকে সামনে রেখে দেশের পাঠকনন্দিত পত্রিকা “দৈনিক আজকের বসুন্ধরা ” যে ভাবে এগিয়ে যাচ্ছে আগামিতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এটাই আমরা প্রত্যাশা করছি।
বিশেষ এই দিনে “দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার” সকল সাংবাদিক,কলাকৌশলী,পাঠক ও শুভা-কাঙ্ক্ষীদের শুভেচ্ছা-অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে সম্পাদক সোহেল রানা বক্তব্য প্রদান করেন।
এ-সময় ৬৪টি জেলা থেকে আগত প্রতিনিধিদের মাঝে ও অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক সহ নানা পুরস্কারে পুরস্কৃত করেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সম্পাদক সুহেল রানা।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।