চায়ের দোকাণে বসে সরকার পতন হবেনা শেখ তন্ময় এমপি

নিউজটি শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি : আমাদের ঘাড়ে উঠে চায়ের দোকানে বসে সরকার পতন ঘটাচ্ছেন । সে স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে । সামাজিক যোগা যোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সরকার পতন হবেনা । আগামী নির্বাচনে জনগনকে সাথে নিয়ে রাজ পথে থেকে এসব গুজবের দাত ভাঙ্গা জবাব দিতে নেতা কর্মীদের প্রতি আহবান জানানিয়েছেন বাগেরহাট সদর আসনের এমপি শেখ তন্ময় । রবিার বিকালে খান জানজাহান (র: ) মাজার গেটে দলীয় কার্যালয় উদ্ভোধন শেষে তিনি নেতা কর্মীদের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয় তুলেধওে নৌকার পক্ষে গনসংযোগ করার আহবান জানান ।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারন সম্পাদক বীর মুক্তি যোদ্ধা ভুইয়া হেমায়েত উদ্দিন, কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকী সহ আওয়ামী, যুবলীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ, তাতী লীগসহ অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন »

মন্তব্য করুন »