নবাবগঞ্জে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

আজকালের কন্ঠ ডেস্ক : দিনাজপুরেরর নবাবগঞ্জে কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ত্রি -বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটাররা ভোট প্রদান করেন।

চেয়ারম্যান পদে কলম মার্কা নিয়ে ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ (মামুন)।

নিকটতম প্রতিদন্দী নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফায়েল হোসেন ডাবলু পেয়েছেন ১৮০ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে মই মার্কা নিয়ে ৩৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দাউদপুর কারিগরি কলেজের সহকারি অধ্যাপক মোঃ এ এস এম এনামুল কবির, সেক্রেটারী পদে মোমবাতি মার্কা নিয়ে ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দাউদপুর বালিকা স্কুল এন্ড কলেজের অফিস সহকারি মোঃ লুৎফর রহমান (মুকুল), ট্রেজারার পদে দেয়াল ঘড়ি মার্কা নিয়ে ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পুলবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেনহাজুল ইসলাম (টনি), ডিরেক্টর পদে হাত পাখা মার্কা নিয়ে ২২৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খটখটিয়া কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মেফতাউল ইসলাম, ডিরেক্টর পদে হরিণ মার্কা নিয়ে ৩২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাঘবেন্দ্রপুর আলিম মাদ্রাসার অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর ফাতেমা খাতুন।

এবিষয়ে যোগাযোগ করা হলে রিটার্নিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাছিমুল হক জানান, সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

শেয়ার করুন »

মন্তব্য করুন »