গাজীপুরে কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস সহ দুই মাদক কারবারী আটক

নিউজটি শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস সহ দুই মাদক কারবাবী কে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।

গত ১৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর সদর থানাধীন টেক কাথোরা বাঁশ বাড়ী এলাকায় গাজীপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে এ মাদক কারবারী মোশাররফ হোসেনের বাড়ির উঠানে থেকে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ উক্ত বাড়ির মালিক মোশাররফ ও সোহাগ খান নামে দুজন কে আটক করে মহানগর গোয়েন্দা বিভাগ।

উদ্ধারকৃত ক্ষুদ্র ক্ষুদ্র চিনি সদৃশ মিথাইল অ্যাস্ফিটামিন যুক্ত মাদকদ্রব্য আইস মাদকদ্রব্য চোরাচালান চক্রের নিকট হইতে টেকনাফ ও উখিয়া এলাকা হইতে সংগ্রহ করে আটককৃত দুজন বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে বলে জানা যায়। এবং তাদের বিরুদ্ধে জিএমপি সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান জিএমপি ডিবি ডিসি মুহাম্মদ কামাল হোসেন।

উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইসের বাজার মূল্য এক কোটি টাকা বলেও জানান তারা।

শেয়ার করুন »

মন্তব্য করুন »