সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

নিউজটি শেয়ার করুন

আজকালের কন্ঠ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

গত শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার বিটঘর গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থী ওই এলাকার মজনু খানের মেয়ে সোনিয়া। তিনি বিটঘর উচ্চবিদ্যালয় দশম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের বাবা মজনু মিয়া জানান, গত শনিবার রাতে আমার মেয়ে সোনিয়া শখের বসে হাতে মেহেদী দিচ্ছিল। পরে সোফায় বসা অবস্থায় একটি বিষধর সাপ তার বাম পায়ে কামড় দিলে আমার মেয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।এ সময় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডা. আরিফুজ্জামান হিমেল জানান, গত শনিবার রাতে সোনিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। সোনিয়ার পায়ে সাপের দাঁতের কামড়ের চিহ্ন ছিল।

শেয়ার করুন »

মন্তব্য করুন »