ফেনী প্রতিনিধিঃ-ফেনী মডেল থানা পুলিশ মাদকসহ দুই’জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ডের সাহেব বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনী সদর উপজেলা ধর্মপুর আশ্রয়ণের মো. বেলালের ছেলে দিদারুল ইসলাম বাবু (২৫) ও আব্দুল গফুরের ছেলে বেলাল হোসেন সুজন (২০)। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ৪৮ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে ফেনী মডেল থানা সূত্রে জানাযায়।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ জানান, অভিযানের সময় পাঁচজন পালিয়ে যান। গ্রেপ্তার হওয়ারা জানিয়েছেন, পালিয়ে যাওয়া আসামি দের নাম মো. বশির, মো. বক্কর, কোরবান আলী ওরফে ওসমান গনি, মো. মকবুল ও মো. বাপ্পী। তারা সবাই মাদক কারবারে সাথে জড়িত।
গ্রেপ্তার হওয়া আসামিসহ পলাতকদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম কাজ করছেন।