মোঃ জয়নাল আবেদীন বান্দরবান : বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার ২ নং ওয়ার্ডের বাসিন্দা রোকেয়া বেগম। স্বামীকে হারিয়েছেন ৭ বছর আগে। দুই ছেলে ও দুই মেয়ের বিধবা জননী তিনি।বড় মেয়ে এবং ছেলেরা বিয়ে করে পৃথক পরিবারে বসবাস করেন। ছোট মেয়ের সঙ্গে একার সংসারে জীবনযুদ্ধে লড়ছেন রোকেয়া বেগম।
এমন দুঃসহ অবস্থাতেই ঠিক হয়েছে ছোট মেয়ে পাখি আকতারের বিয়ে। মানুষের বাড়িতে কাজ করে সামান্য উপার্জনে জীবিকা নির্বাহ করেন তিনি। এই অভাবে জর্জরিত সংসারে ছোট মেয়ে পাখি আকতার (১৯) এর বিয়ে দেওয়া নিয়ে হিমসিম খাচ্ছেন তিনি। তার পক্ষে এই বিয়ের খরচ বহন করা প্রায় অসম্ভব। এই অবস্থায় এই দুঃখী মায়ের জীবন সংগ্রামের পাশে এসে দাঁড়ায় আলীকদম সেনা জোন। পাখি আকতার এর বিয়ে উপলক্ষে ১০০ জনের খাবার এর আয়োজন ও সার্বিক বাবস্থাপনায় সমন্বয় সাধন করে আলীকদম সেনা জোন।
এছাড়াও জোনের পক্ষ থেকে জোন কমান্ডার, আলীকদম উক্ত বিবাহে কনের জন্য স্বর্ণের কানের দূল এবং প্রয়োজনীয় দৈনন্দিন ব্যাবহারিক দ্রব্যসামগ্রী প্রদান করেন। আলীকদম জোন জানায় এভাবেই সবসময় দুস্থ এবং অসহায় পরিবারের পাশে দাঁড়াবে আলীকদম সেনা জোন।
উল্লেখ্য আলীকদম সেনা জোন অত্র উপজেলায় যেকোন দুর্যোগ দুর্বিপাকে গরীব ও অসহায় মানুষের সহযোগিতায় নিজেদের নিয়োজিত রেখেছেন।