আজকালের কন্ঠ ডেস্ক : শুক্রবার সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের আলাদিগ্রামের জনৈক জুয়েল উদ্দিনের স্ত্রী মুক্তা বেগম (২২)এর লাশ গলায় ফাঁস অবস্থায় শ্বশুরবাড়ির বসত ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূর এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে।নিহতের ভাই মোঃ কায়সার উদ্দিন অভিযোগ করেন ,তার বোনকে শ্বশুর বাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে এবং তার বোনের ছেলেকে নিয়ে বাড়ির সবাই পালিয়ে গেছে।
গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি মোঃ আমির হোসেন ।তিনি জানান, লাশের পোস্টমর্টেম করার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে এবং সঠিক তথ্য উদঘাটনের জন্য পুলিশী কার্যক্রম অব্যাহত রয়েছে ।