আজকালের কন্ঠ ডেস্ক : রাউজান থানায় সুইপার সেলিম ও তার মদ্যপায়ী সহযোগিদের অত্যচারে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম ওয়াহেদের খীল এলাকায় মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। গত বুধবার রাতে সেলিমসহ কয়েকজন মাদক সেবী পাড়ার একটি ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের উপর হামলা করলে আহত হয় ওই পরিবারে দুজন। জানা যায় আক্রান্ত পরিবারটি ৯৯৯ ফোন করে প্রতিকার চাইলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মাদক সেবীরা পালিয়ে যায়।
আক্রান্ত পরিবারের সদস্য আবদুর রহিম ও তার স্ত্রী শানু আকতারের অভিযোগ সেলিম থানা পুলিশের প্রভাব দেখিয়ে পাড়ার মধ্যে প্রতিদিন মাদক সেবীদের নিয়ে আড্ডা বসায়। রাতে পাড়ায় ফটকা ফাটিয়ে আতংক সৃষ্টি করে। ইতিপূর্বে তার অত্যচারে অতিষ্ট হয়ে পাড়ার লোকজন এলাকার কাউন্সিল জসিম উদ্দিন চৌধুরীকে নালিশ দিয়েছিলেন। কাউন্সিলর জসিম উদ্দিন সেলিমকে ডেকে সর্তক করার পর তার তৎপরতা কিছুদিন বন্ধ ছিল।
এখন সে আবারও বেপরোয়া হয়ে উঠেছে বলে ভুক্তভোগীরা জানায়।গত বুধবার রাতে সেলিম তার মাতাল সঙ্গীদের নিয়ে কিরিচ ও ধারালো দা নিয়ে আবদুর রহিমের ঘরে হামলা করে করলে তারা আহত হয় বলে জানিয়ে বলেন রাতে তারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তারা চিকিৎসা নিয়েছেন। স্থানীয়রা সেলিমের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন থানায় সুপার কাজে থাকার সুবাদে সে পুলিশের হাতে আটক মদ,গাঁজা থানার চৌহদ্দির ভিতর থেকে চুরি করে বাইরে নিয়ে বিক্রি করে আসছে।
বিষয়টি নিয়ে কথা বললে থানার এসআই অজয় দেব শীল বলেন ৯৯৯ সূত্রে সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নেশাখোররা পালিয়ে যায়। আহত ব্যক্তিরা ঘটনার বিষয়ে রাউজান থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।