বাসের ধাক্কায় প্রাণ গেল নসিমনের ২ যাত্রীর

নিউজটি শেয়ার করুন

আজকালের কন্ঠ ডেস্ক : ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমনের দুজন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শৈলকুপা উপজেলার বড়দা নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত সবাই ইঞ্জিনচালিত নসিমনের যাত্রী।

আহতদের মধ্যে মহাদেব কুমার (৫৮) নামে একজনকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত নসিমনের চালক আবু হাসেম, আহাদ আলী ও আব্দুল সাত্তারকে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের বড়দা এলাকায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা পরিবহনের একটি বাস পেছন থেকে পান বোঝায় নসিমনটিকে ধাক্কা দেয়। এ সময় নসিমনে থাকা পান ব্যবসায়ী খোকন (২৩) ঘটনাস্থলে মারা যান এবং তিনজন গুরুতর আহত হন।

ঝিনাইদহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা বাসটি আটক করেছি।

শেয়ার করুন »

মন্তব্য করুন »