আলীকদমে উৎসাহ উদ্দীপনায় মোটরবাইক মালিক চালক সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন

নিউজটি শেয়ার করুন

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের আলীকদম উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন কুরুকপাতা- নয়াপাড়া – আলীকদম সড়কে পরিচালিত “আলীকদম মোটর বাইক মালিক-চালক সমবায় সমিতি লিঃ” এর বার্ষিক বনভোজন -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সমিতির সভাপতি “শেখ সানির তত্বাবধানে” আলীকদম-কুরুকপাতা-পোয়ামুহুরী সড়কের জানালীপাড়া জিরো পয়েন্ট এলাকায় আয়োজিত বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব, জামাল উদ্দিন এমএ।

সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি উপেক্ষা করে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বনভোজন পরিচালনা কমিটি। এসময় অতিথিদের জন্য আয়োজিত হাঁড়ি ভাঙা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন এমএ-সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উক্ত বার্ষিক বনভোজন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক মোঃ ইছহাক। আলীকদম থানার সেকেন্ড অফিসার মোঃ রেজওয়ানুল ইসলাম, নয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু ফোগ্য মার্মা, জাতীয় শ্রমিকলীগ আলীকদম উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম বাদশা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, আলীকদম সাংবাদিক ফোরাম’র সভাপতি তৌহিদুল ইসলাম-সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্ষিক বনভোজন অনুষ্ঠানে আগত সমিতির সদস্যরা আয়োজিত অনুষ্ঠানের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় সমিতির সাধারণ সম্পাদক বলেন, এই বনভোজন আয়োজনের মধ্য দিয়ে সমিতির সদস্যদের মনে আনন্দ দিতে পেরে আমরা অত্যন্ত খুশি, আগামীতে সকলের সহযোগীতায় আরো বড় আয়োজন করার ইচ্ছে আছে আমাদের।

প্রীতিভোজের আগে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

শেয়ার করুন »

মন্তব্য করুন »