৩৬ দিন পর বান্দরবান-রুমা সড়কে বাস চলাচল শুরু

নিউজটি শেয়ার করুন

আজকালের কন্ঠ ডেস্ক : দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর বান্দরবান-রুমা সড়কে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বান্দরবান শৈলশোভা মালিক সমিতির সভাপতি অমল দাশ বিষয়টি নিশ্চিত করেন।

বান্দরবান-রুমা রুটের বাসের লাইনম্যান জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, গত মাসের প্রথম সপ্তাহে অতিবৃষ্টির কারণে বান্দরবান-রুমা সড়কের ওয়াই জংশনের পর থেকে ধনিয়ালপাড়া ও খুমিপাড়া এলাকায় কয়েকটি স্থানে পাহাড় ধসে সড়ক ভেঙে যায়। এ কারণে গত ৭ আগস্ট থেকে বান্দরবান-রুমা সড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। চলতি মাসের ৬ সেপ্টেম্বর থেকে চাঁদের গাড়ি কোনোরকমে চলাচল করলেও বাস বন্ধ ছিল।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর ২৬ ইসিবির সদস্যদের অক্লান্ত প্রচেষ্টায় সড়ক অনেকটা স্বাভাবিক হওয়ায় আজ থেকে বান্দরবান-রুমা রুটের বাস চলাচল শুরু হয়েছে।

বান্দরবান শৈলশোভা মালিক সমিতির সভাপতি অমল দাশ বলেন, বন্যার পর থেকে মঙ্গলবার পর্যন্ত বান্দরবান-রুমা সড়কে বাস চলাচল বন্ধ ছিল। আজ থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

শেয়ার করুন »

মন্তব্য করুন »