আজকালের কন্ঠ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাচারের সময় ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কামাল মিয়া-(৪০), মোঃ আলমগীর মিয়া-(১৯) ও কবির হোসেন ওরফে ফালান-(৪২)। তাদের কসবার বাড়ি কসবা উপজেলার বিভিন্ন গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কসবা-সৈয়দাবাদ আঞ্চলিক সড়কের হাজীপর এলাকায় একটি যাত্রীবাহি সিএনজিচালিত অটোরিকসায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে তাদের থাকা ব্যাগ তল্লাশী করে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে।