আজকালের কন্ঠ ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়া খেলার সময় হাতেনাতে ১২ জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ। এ সমস জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটকৃত জুয়াড়িরা হলেন, উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা নবাবগঞ্জ গ্রামের মো. ইলিয়াছ আলীর ছেলে মো. জহুরুল ইসলাম (৩০), মো. ইদ্রিস আলীর ছেলে মো. আনারুল ইসলাম (৪০), মো. বাদশা মিয়ার ছেলে মো. ফরিদ মিয়া (৩৭), মো. আবুল হোসেনের ছেলে মো. মতিউর রহমান (৩০), মৃত সোহরাব আলীর ছেলে মো. মমিনুল ইসলাম (৪০), মো. আতোয়ার আলীর ছেলে মো. জাহাঙ্গীর মিয়া (২৭) মো. খলিল উদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া (২৩), পশ্চিম বেলকা গ্রামের মৃত আছমত আলীর ছেলে মো. নুর মোহাম্মদ মিন্টু (৩৮), মো. নুরুল ইসলামের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪০), মৃত জবেদ আলীর ছেলে মো. মুসলিম মিয়া (৩২), মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. মিজানুর রহমান (৪০) ও দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের মৃত হাবিবুল্লাহ’র ছেলে মো. আজিজল হক (৫০)।
গতকাল ররিবার বিকেল ৪ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান।