আজকালের কন্ঠ ডেস্ক : গোপালগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্পকর্মসূচীর আওতায় চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-অর রশীদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্পকর্মসূচীর আওতায় ৬ জন ভিক্ষুকের হাতে মোট ১ লাখ ৯৫ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুবল আলম।
সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-অর রশীদ বলেন, তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে এ টাকা দিয়ে মুদি, চায়ের দোকান সহ ছোটখাট ব্যবসা পরিচালনা করবেন। এর মধ্য দিয়েই তাদের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি হবে।