আশাশুনি প্রতিনিধি : পুত্র নিহত ও স্ত্রী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতার সহযোগিতায় থানা পুলিশ ঘাতক বাসসহ চালককে গ্রেফতার করেন। ততক্ষণ হেল্পার পালিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারের নির্দেশে এসআই মহিতুর রহমান মোহিত সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ঘাতক বাসসহ চালককে গ্রেফতার করেন। কিন্তু ততক্ষণে হেলপার পালিয়ে যায়।
সাথে সাথে উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল কালাম মোড়লের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থলে নিহত পিতা-পুত্র ও গুরুতর আহত স্ত্রীকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিয়ে আসেন। এ ব্যাপারে ঘটনাস্থল ঘুরে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানাগেছে, দুপুর ১২ঃ৪০ মিনিটের দিকে আশাশুনি ঘোলা সড়কে উপজেলা সদরের হাড়িভাঙ্গা সচিব(কেরানীর মোড়) এর মোড়ে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয় থানা পুলিশ সূত্রে জানাগেছে আশাশুনি সদর ইউনিয়নের বলাবাড়িয়া তারক কুমার সরকারের পুত্র সুব্রত সরকার বাপ্পি তার স্ত্রী শ্যামলী সরকার ও পুত্র তূর্য তূর্য কুমার সরকার কে নিয়ে সাতক্ষীরা হতে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাচ্ছিল অপরদিক দিয়ে ঘোলা ত্রিমহনী হতে ছেড়ে আসা যাত্রী বাস সচিবের মোড়ে বাসের ধাক্কা দিয়ে যাত্রীবাহী বাস মোটরসাইকেল এর উপর উঠে গেলে পিতা বাপ্পি কুমার সরকার ও তার পুত্র তূর্য কুমার সরকার ঘটনাস্থলে নিহত হয় ও তার স্ত্রী শ্যামলী সরকার গুরুতর আহত হয়।
গুরুতর আহত স্ত্রীকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আশাশুনি থানায় ঘাতক বাস ও চালক আটক রয়েছে বলে জানাগেছে। তবে আশাশুনি ঘোলা সড়কের সড়কের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে l পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ মোতায়েন করা হয়েছে l