ঠাকুরগাঁওয়ে পরিকল্পিতভাবে ফেল করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ২০২৩ পরীক্ষায় জেলার রাণীশংকৈল উপজেলার তিনটি রাতোর (আর), এফ.এস দাখিল মাদরাসা, বাংলাগড় দাখিল মাদরাসা ও হোসেনগাঁও দাখিল মাদরাসার পরীক্ষার্থীদের উত্তরপত্র ও এমআর শীট, এমসিকিউ প্রশ্নপত্র পরিবর্তন করে নতুন প্রশ্ন সংযোজন, একের অধিক বৃত্ত ভরাট, ও এমআর এর নম্বর ঘষামাজা করে পরিবর্তন, পরীক্ষার্থীদের মূলখাতার সেলাই কেটে আলাদা খাতা সংযোজন এবং আক্রোশ মূলক রোল গুলো চিহ্নিত করে পরিকল্পিত ভাবে ফেল করে দেওয়ার প্রতিবাদে, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের একটি রেস্টুরেন্টে এই অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন রাণীশংকৈল উপজেলার রাতোর (আর),এফ.এস দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট বেলায়েত হোসেন, হোসেনগাঁও দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট নেজামউদ্দীন, বাংলাগড় দাখিল মাদরাসার সহ-সুপার মোফাজ্জল করীম।

উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানগুলোর অভিভাবক ও পরীক্ষার্থীরাসহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন৷

তিনটি মাদ্রাসায় এই পরীক্ষায় ৪০ জন ছাত্রছাত্রী ফেল করেন।

শেয়ার করুন »

মন্তব্য করুন »