শ্যামনগরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

নিউজটি শেয়ার করুন

আজকালের কন্ঠ ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগরে আকষ্মিক বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সাপখালী বিলে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল আজিজ গাজী (৬৫)। তিনি উপজেলার পূর্ব কৈখালী গ্রামের মৃত বাহার আলী গাজীর পুত্র।

স্থানীয়দের বরাত দিয়ে কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম জানান, আবুল আজিজ গাজী সোমবার দুপুরে সাপখালী বিলে নিজের জমিতে সার দিচ্ছিলেন। এসময় আকষ্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন »

মন্তব্য করুন »