ঘাটাইলে গাজাসহ আটক ৩

নিউজটি শেয়ার করুন

আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের কুমারপাড়া এলাকা হতে শনিবার (২ সেপ্টেম্বর) বিকালে গাজাসহ ৩ জনকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ।

আটককৃত হলেন, উপজেলার দেওপাড়া ইউনিয়নের আব্দুস সাত্তার, তার স্ত্রী আয়েশা খাতুন এবং গাজা সেবনকারী কবির হোসেন।

ঈুলিশ ও এলাকাবাসী জানায় উপজেলার দেওপাড়া ইউইনয়নের কুমারপাড়া গ্রামে মোঃ আব্দুস আব্দুস সাত্তার তার স্ত্রী মোছাঃ আয়শা খাতুন ও মোঃ কবির হোসেন দির্ঘদিন যাবৎ মাদক কেনা বেচা করে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়ি ঘেরার করে পুলিশ।

এ সময় বাড়িতে আব্দুস সাত্তারের ডান হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৬৬৭ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি)মোহাম্মদ লোকমান হোসেন জানান আসামী আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।এ অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন »

মন্তব্য করুন »