আজকালের কন্ঠ ডেস্ক : রূপগঞ্জের হাটাব এলাকা থেকে স্কুল ছাত্রী দুই বোনকে অপহরণের পর স্বর্ণালংকার কেড়ে নিয়ে ভুলতায় ফেলে যাওয়া অপহরণকারীদেরকে আড়াইহাজার থানার বালিয়াপাড়া থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ব্যাপারে বৃহষ্পতিবার আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হলে ধৃত ৩ আসামীকে নারায়ণগঞ্জ কোর্টে চালান করা হয়। ধৃত আসামীরা হলো গাজীপুরের রাসেল (২৮), তার স্ত্রী রিমা (১৯) ও সোনারগাঁয়ের পাপ্পু মিয়া (২০)।
মামলার এজাহার থেকে জানা যায় যে, রূপগঞ্জ থানার কাঞ্চন দক্ষিণবাড়ৈ এলাকার আক্কাসের মেয়ে জান্নাতুল মাওয়া (৯) ও তার খালাতো বোন ফারিয়া ইসলাম ছোঁয়া (৯) হাটাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ী ফেরার পথে তারা হাটাব টেকপাড়া নামক স্থানে পৌঁছলে একজন মহিলা ও দুজন পুরুষ মিলে তাদের দুজনকে বলপূর্বক অটোরিকসা যোগে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণকারীরা তাদেরকে অটোতে তুলে জান্নাতুল মাওয়ার কান থেকে স্বর্ণের জিনিস খুলে নিয়ে তাদেরকে ভলিতার গাউছিয়া পুলিশ ফাঁড়ির নিকট উমেন্স পার্লারের সামনে বসিয়ে রেখে পালিয়ে যায়। পরে অপহৃতাদের অভিভাবকেরা তাদেরকে উমেন্স পার্লারের সামনে দেখতে পেয়ে এবং ঘটনার বর্ণনা শুনে পাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পরখ করে অপহরণকারীদের অটোরিকসা টি সনাক্ত করেন এবং ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি অবগত করেন। এর সূত্র ধরে আড়াইহাজার থানা পুলিশ ৩০ আগষ্ট (বুধবার) রাতে আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া এলাকা থেকে ৩ অপহরণকারীকে গ্রেফতার করে। এ ব্যাপারে অপহৃতা জান্নাতুল মাওয়ার বাবা আক্কাস বাদী হয়ে ৩১ আগষ্ট ( বৃহষ্পতিবার) আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, ৯৯৯ থেকে কল দিয়ে বিষয়টি আমাদেরকে জানালে থানা পুরিশ সঙ্গে সঙ্গে বালিয়াপাড়ায় অভিযান চালায় এবং অপহরণকারী ৩ জনকেই আটক করতে সক্ষম হয়।