কুমিল্লার বরুড়ায় সংঘর্ষে দুজন নিহত

নিউজটি শেয়ার করুন

আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লার বরুড়ার জালগাঁও গ্রামে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।এই ঘটনায় আরো তিনজন হাসপাতালে আছে। শুক্রবার সাড়ে ৯টার দিকে ঝালগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জালগাঁও গ্রামের আব্দুস সাত্তার (৬২) ও খোরশেদ আলম (৩৫)। আহতরা হলেন- নিহত খোরশেদের আত্মীয় মো. জহির, মো. জয়নাল ও মো. মোর্শেদ।

ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান বেলা ৩ টায় জানান, শুনেছি আব্দুস সাত্তারের একটি জমি নিয়ে প্রতিবেশী জয়নাল ও তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এই ঘটনায় আদালতে একটি মামলাও চলমান। আজ সকালে সাত্তার জমিতে কাজ করতে গেলে জয়নাল, খোরশেদ, মোর্শেদ ও জহির তাদের বাধা দিতে যায়। এ সময় সাত্তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে চারজনকে এলোপাতারি আঘাত করে এতে হাসপাতালে নেয়ার পথে মারা যায় খোরশেদ। এই ঘটনা শুনে জয়নালের লোকেরা এসে তাকে এলোপাতাড়ি পিটা দিলে সাত্তার ঘটনাস্থলে মারা যায়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফিরোজ হোসেন বলেন, দুই পক্ষর জমির বিরোধ নিয়ে এ হতাহতের ঘটনা। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতনদের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখনো কাউকে আটক করা যায়নি।

শেয়ার করুন »

মন্তব্য করুন »