আজকালের কন্ঠ ডেস্ক : সরকারি চাকরিতে পদায়ন বা বদলী স্বাভাবিক নিয়ম হলেও ভিন্ন গল্প হয়ে ওঠে কারও কারও জীবনে। তেমনি এক কর্মকর্তা খাগড়াছড়ির মাটিরাঙ্গার যামীনিপাড়া ২৩ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল করিম। দীর্ঘ ২ বছরের বেশী সময় দায়িত্ব পালন করতে এসে তিনি হয়ে উঠেছেন এ অঞ্চলের সাধারণ মানুষের প্রিয়জন।
তাই তার বদলি আদেশের খবরে আজ যামীনিপাড়া জোন সদরের সামনে এসে আদেশ বাতিলের দাবি তুলেছেন হাজারো পাহাড়ি-বাঙালি। করেছেন মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও ঘন্টাব্যাপী সড়ক অবরোধ।
স্থানীয়রা জানান, সীমান্ত সুরক্ষার রুটিন দায়িত্বের ফাঁকে তিনি মিশে গিয়েছেন সব শ্রেণীর মানুষের সাথে। এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে করেছেন বহুমুখী কার্যক্রম। করোনা মহামারীর সময় কর্মহীন মানুষের জন্য কেছেন নানান সাহায্য সহায়তা, গৃহহীনদের জন্য করেছেন ঘর নির্মাণ, গরীব অসহায় ছেলে মেয়েদের বিয়ে দেয়া, স্বজনহীন মৃতব্যক্তি দাফনের ব্যবস্থাসহ শিক্ষা, স্বাস্থ্যের মানোন্নয়নে করেছেন কাজ। এমন মানবিক এক অভিভাবকের বদলীর খবরে তাই বিচলিত এখানকার মানুষ। তাই তাদের এই আন্দোলন।
বিশেষ বিবেচনায় এ মানবিক কর্মকর্তার বদলীয় আদেশ বাতিল করে আরও কিছু সময় রাখতে চান মাটিরাঙ্গার তবলছড়ি, বড়নাল ও তাইন্দং এর জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।