গাইবান্ধার জেলা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুরে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এবং উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণ প্রকল্পের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ১১ ইউনিয়নের ১২৫ জন পাটবীজ উৎপাদনকারী চাষিকে প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণ শেষে প্রত্যেক পাট চাষির মাঝে ১২ কেজি করে সার বীজ বিতরন করা হয়।
পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুর ইসলামের সভাপতিত্বে ও উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক ওছমান আলী শেখ(সহকারী পরিচালক পাট অধিদপ্তর ঢাকা),প্রশিক্ষক সোলায়মান আলী (সহকারী পরিচালক পাট অধিদপ্তর,রংপুর),জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুর ইসলাম সহ উপজেলার পাটবীজ উৎপাদনকারী চাষিরা।