শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবিতে রাফিয়া (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে পদ্মার চেয়ারম্যান ষ্টেশন পয়েন্টে নানা নাসির বকাউলের সাথে খেয়া পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। রাফিয়া উত্তর তারাবুনিয়া ইউনিয়নের বকাউল কান্দির বাসিন্দা রফিকুল প্রধানীয়ার মেয়ে। সে শারীরিক প্রতিবন্ধী। সর্বশেষ রাত ৭টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে পদ্মা নদীতে খেয়া পার হচ্ছিলো রাফিয়া ও তার নানা নাসির বকাউল। এ সময় পানি উন্নয়ন বোর্ডে কাজ ব্যবহৃত একটি বার্জের সাথে ধাক্কা লেগে তাদের নৌকাটি বার্জের নিচে চলে যায়। কর্মরত শ্রমিকদের সহায়তায় নাসির বকাউল উঠতে পারলেও রাফিয়া নিখোঁজ হয়।
আহত নাসির বকাউল বলেন, বার্জের নিচে ডুবেও আমি রাফিয়ার হাত ধরে রেখেছিলাম। কিন্তু পরে আর পারি নাই। নাতিন আমার প্রতিবন্ধী ছিলো। তার লাশ এখনও পাইনি।স্থানীয় মেম্বার মাঈনউদ্দিন বেপারী বলেন, বিষয়টা খুবই মর্মান্তিক। ঘটনার পর থেকেই বিভিন্নভাবে খোঁজাখুজি শুরু হয়েছে। নদীতেও স্রোত রয়েছে।
এদিকে এ দুর্ঘটনার পর থেকেই ঐ স্থানে জিওব্যাগ ড্যাম্পিং কাজ বন্ধ রেখেছে শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ড। জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, কোষ্টগার্ডের পরামর্শ অনুযায়ী আপাতত ঐ স্থানে ২৪ ঘন্টার জন্য জিওব্যাগ ড্যাম্পিং কাজ বন্ধ রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্তের আগে আপাতত আর কিছু বলা যাচ্ছে না।