শরীয়তপুর প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদ্স্যদের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ৩০ আগষ্ট বুধবার ২০২৩ সন্ধ্যা ৭ টায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মহিষার ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: নুরুল ইসলামের সভাপতিত্বে ও মহিষার ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন পাইকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাষ্টার তোফাজ্জল হোসেন মোড়ল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ও ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান রাড়ী, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার রাড়ী, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: হারুন অর রশীদ রাড়ী, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম মাষ্টার, মহিষার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো: রশিদ বেপারী, মুন্না সিকদার, নাইমুল হাসান (নাঈম) মাষ্টার, মো: রতন মৃধা প্রমুখ।
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদ্স্যদের ৪৮ তম শাহাদত বার্ষিকী গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বক্তারা বলেন, বঙ্গবন্ধু সৃষ্টি না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। ১৯৭৫ এর ১৫ই আগষ্ট ধানমন্ডি তার বাসভবনে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদ্স্যদের নিমর্ম হত্যাকান্ড মেনে নেওয়া যায় না। বিএনপি ও জামায়াত সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে বঙ্গববন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়নের ধারাকে কিছুতেই বাঁধাগ্রস্থ করতে পারবে না। বাংলার মাটি শেখ হাসিনার ঘাঁটি। শেখ হাসিনা আছে, শেখ হাসিনা থাকবে। কোনো হুমকি ধামকি দিয়ে লাভ নেই।
বক্তারা আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রার্থীকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহ্বান জানান।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাতের শেষে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।