মোঃ কাইমুল ইসলাম,তিতাস উপজেলা প্রতিনিধি : আজ ০৪ই মে রোজ রবিবার কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি সদর ইউনিয়নের কাবিখা’র বরাদ্দকৃত ইউছুফপু প্রাইমারি স্কুল থেকে সাত্তার মিয়ার বাড়ী পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন কড়িকান্দি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ সাইফুল আলম মুরাদ।
এসময় উপস্থিত ছিলেন কড়িকান্দি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মোঃ রাসেল ভূইয়া, কড়িকান্দি ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, কড়িকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ি মোঃ মোজ্জাফর, উপজেলা যুবলীগের সদস্য মোঃ জহিরুল ইসলাম প্রধান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এলাকাবাসী বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে উন্নয়নের ছোয়া প্রত্যেক গ্রামেই লেগেছে তারই ধারাবাহিকতায় আমাদের এমপি সেলিমা আহমাদ মেরি ও চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ আমাদের রাস্তার কাজটি করে দেওয়ায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।