আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে জনপদ মোড়ে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৪ জুন) ভোরে এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাকির হোসেনের গ্রামের বাড়ি ময়মনসিংহের পূর্বধলা উপজেলায়। তিনি মৃত আব্দুল জলিলের ছেলে। তার পরিবার নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় থাকে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।