নড়াইলের লোহাগড়ায় এনপিপির চেয়ারম্যান মতবিনিময় করলেন দলীয় নেতা-কর্মীদের সাথে

নিউজটি শেয়ার করুন

কাজী ইমরান, নড়াইল প্রতিনিধিঃ ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করছেন।

গত বৃহস্পতিবার (২৫মে) বিকেলে লোহাগড়ার কুন্দশী এলাকার নিজ বাড়িতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনপিপির চেয়ারম্যান এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন মিন্টু সরদার, শেখ বদিয়ার রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।

এর আগে এনপিপির চেয়ারম্যান এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ নড়াইলের বর্ষিয়ান আইনজীবী শামসুদ্দাহার এর নামাজে জানাজায় অংশ গ্রহণ করেন। এ সময় নড়াইল জেলা এনপিপির সভাপতি মোঃ বেলাল আহমদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও উপদেষ্টা মুনীর শরিফ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন »

মন্তব্য করুন »