মোঃ কাইমুল ইসলাম তিতাস উপজেলা : কুমিল্লার তিতাস সাব-রেজিস্ট্রার অফিসের আওতাধীন দলিল লিখকদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে তিতাস সাব-রেজিস্ট্রার অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা রেজিস্ট্রার আনোয়ারুল হক চৌধুরীর। তিতাস সাব-রেজিস্ট্রার মোমেন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটি এম মোর্শেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান,দাউদকান্দি সাব-রেজিস্ট্রার আহমেদ রাকিব উল মান্নান। দলিল লিখক সমিতির সভাপতি মোঃ হুমায়ুন কবির কাজল এর সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক শের-ই-আলম, সহ-সভাপতি মাহবুব আলম, সাবেক সভাপতি মেহেদী হাসান সেলিম ভূঁইয়া , সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, বর্তমান সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
প্রশিক্ষণ শেষে দলিল লিখকদের মাঝে সনদ বিতরণ করা হয়।