গাইবান্ধায় পাট ও ধান বীজসহ সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি

নিউজটি শেয়ার করুন

মোহন সরকার,গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে পাট ও আউশ ধানের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ এবং আউশ ধানের বীজসহ রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

২৩ মার্চ-২০২৩ খ্রিঃ বৃহস্পতিবার এ সকল কৃষি সহায়তা প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষি সহায়তা প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, উপজেলা কৃষি অফিসার শাহাদৎ হোসেন সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন »

মন্তব্য করুন »