কলাপাড়ায় তরমুজ চাষীদের সাথে সিনজেনটা কোম্পানির প্রতারণা, চাষীদের মানববন্ধন

নিউজটি শেয়ার করুন

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় সিনজেনটা কোম্পানির ডিলারের কাছ থেকে ড্রাগন তরমুজ বীজ ক্রয় করে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ায় মানববন্ধন করেছে ভুক্তভোগী চাষিরা।বৃহষ্পতিবার সকালে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে এ
মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী কৃষক পরিবারের শতাধিক নারী
পুরুষ ও শিশুরা অংশ গ্রহণ করে।

এসময় ভুক্তভোগী কৃষকরা জানান, কলাপাড়ার স্থানীয় সিনজেনটা ডিলারের মাধ্যমে ৩ হাজার টাকা করে ড্রাগন জাতের বীজ প্যাকেজ ক্রয় করে ক্ষেতে রোপন করেছে প্রায় অর্ধশতাধিক তরমুজ চাষি। বীজ ক্রয়ের পূর্বে বলা হয়েছে এ জাতের তরমুজ খুবই লাভ জনক। তবে ড্রাগন বীজ রোপন করলেও কৃষকের ক্ষেতে ছোট ছোট বিভিন্ন জাতের তরমুজের ফলন হয়েছে। যা বাজারজাত করতে পারেনি
কৃষকরা। যারফলে ড্রাগন তরমুজ চাষীদের প্রায় অর্ধকোটি টাকার লোকশান হয়েছে বলে অভিযোগ তাদের।

শেয়ার করুন »

মন্তব্য করুন »