মোহন সরকার, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর ইসলামি সমাজ কল্যাণ পাঠাগারের আয়োজনে ৪০দিন জামায়াতে সালাত অংশগ্রহণকারী ব্যক্তিদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
পূর্বফরিদপুর ইসলামি সমাজ কল্যাণ পাঠাগারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামী সংগীত শিল্পী ও জেলা দপ্তর সম্পাদক বাংলাদেশ মাজলিসুল হাফজ মাওলানা শাহ আরিফুল ইসলাম মুজাহিদ(ধর্মীয় আলোচক চ্যানেল নাইন ও বিজয় টিভি)।
লেচু মিয়া,সহকারী শিক্ষক রথের বাজার উচ্চ বিদ্যালয়,মাওলানা শফিউল আলম সহকারী শিক্ষক খুকশিয়া দাখিল মাদ্রাসা,হাফেজ রবিউল ইসলাম,ইমরান হোসেন সভাপতি পূর্বফরিদপুর ইসলামি সমাজ কল্যাণ পাঠাগার।আরোও বক্তব্য রাখেন,আব্দুল হামিদ অবঃ ফরেস্ট অফিসার,হারুন অর রশিদ,রায়হান কবির সহকারী শিক্ষক,খুকশিয়া দাখিল মাদ্রাসা।
আলোচনা ও দোয়া শেষে জামায়াতে সালাত আদায়কারী ব্যক্তিদের মাঝে উপহার হিসাবে ১০ টি বাইসাইকেল,টি-শার্ট,খাতা,কলম দেওয়া হয়।