মোহন ,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পারবামুনিয়া মধ্য পাড়া গ্রামের বুলু প্রধান(৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পার বামুনিয়া মধ্যপাড়া গ্রামে ভোর আনুমানিক ৫.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।নিহত বুলু প্রধান একই গ্রামের মৃত্যু গোলাম আলি প্রধানের ছেলে বলে এলাকাবাসী জানিয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, মৃত্যু বুলু প্রধান দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল।আজ ভোরে বাড়ির পাশে একটি ইউক্যালিপটাস গাছে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নিয়ে যায়।
এ বিষয়ে প্রতিবেশিদের কাছে জানতে চাইলে তারা জানান,নিহত বুলু প্রধান মানসিক ভারসাম্যহীন তার সঙ্গে তো কারো শত্রুতা নেই,সম্ভবত সে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর বুলবুল হোসেন জানান,আমরা সংবাদ পাওয়া মাত্র মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছি।
রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না এটি হত্যা নাকি আত্মহত্যা।তবে আপাতত একটি ইউডি মামলা রুজু করা হয়েছে(মামলা নং ০৩/২৩)।