মতবিনিময় সভা ও নিয়োগকর্তা কমিটি গঠন কুয়াকাটা

নিউজটি শেয়ার করুন

আরিফুর, কলাপাড়া প্রতিনিধি : কুয়াকাটায় সেক্টরের সাতে মতবিনিময় সভা ও নিয়োগকর্তা কমিটির গঠন। হোটেল গ্রেভার ইনের হলরুমে ইউসেপ বাংলাদেশ খুলনা রিজিওন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছে ,আয়জনে ইউসেপ বাংলাদেশ খুলনা রিজিওন প্ল্যান ইন্টার ন্যাশনালবাংলাদেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক,প্রোগ্রাম এন্ড ইনোভেশনস ইউসেপ বাংলাদেশের মোহাঃ মান্নান, প্রধান অতিথি অতিথি ছিলেন নির্বাহী পরিচালক ইউসেপ বাংলাদেশ প্রধানমন্ত্রী সাবেক মুখ্য সচিব ড.মোঃ আবদুল করিম বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজলা নির্বাহী অফিসার জাহাঙ্গির হোসেন,কুয়াকাটা হোটেল এন্ড মোটেল অনার্স আসোসিয়েশনে সাধারণ সম্পাদক এমএ মোতালেব শরিফ, ম্যানেজার ই-লার্নিং এন্ড ইনোভেশন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ খুরশীদ আরা,রিজওন ম্যানেজার খুলনা মোঃ কামরুজ্জামান, হেড অব টিভিইটি ইনস্টিটিউট ইউসেপ বরিশাল মোঃ শাহআলম,টিমলিডার ফারক হোসেন সঞ্চালনা করেন টিম লিডার,সোস্যাল ইনক্লুশন, ইউসেপ বরিশাল টিভিইটি ইনস্টিটিউট মোঃ মামুনুর রশিদ।

উপস্থিত নিয়োগকর্তাদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন এমএম মোতালেব শরিফ,সহসভাপতি নির্বাচিত হন বাবুল ভুইয়া।

শেয়ার করুন »

মন্তব্য করুন »